আকবর হোসেন

কলেজ জীবন থেকে লেখার অভ্যাস গড়ে উঠে আকবর হোসেনের। বামপন্থী ছাত্র রাজনীতিতে আগ্রহী আকবরের মনে ক্রমে ধর্মের ভয় লোপ পায় এবং তাঁর চিন্তা ক্রমাগত প্রসারিত হতে থাকে। নান্দনিক সাহিত্যের প্রতি আগ্রহ ছিল কৈশোর থেকেই। ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায় যেমন পূর্বদেশ, সংবাদ, অবজারভার এসবে লিখতেন। বড় বৌদির নামে বেগমেও লিখতেন। ১৯৮১ সালে দেশত্যাগের পর আমেরিকায় এসে নিউইয়র্কের সাপ্তাহিক পত্রিকাতেও লিখেছেন। কানাডায় আসার পর জীবন স্থায়ী হলে নিয়মিতভাবে লিখেতে শুরু করেন। লেখক সুব্রত কুমার দাসের তাগিদে ২০১৬ সালে তাঁর দুটি বই প্রকাশিত হয় – ‘আমার সময় আমার পথ’ এবং ‘My Lonely Thoughts’। ‘হে মহাজীবন’ প্রকাশিত হয় ২০১৯ সালে আর ‘অনুভবের বিভূতিতে’ প্রকাশিত হয় ২০২৩ সালে। ২০২০ সালে টরন্টো ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব অথরস (টিফা)-তে অংশগ্রহণ করেন।

আকবর হোসেন-এর বইসমূহ

হে মহাজীবন

অনুভবের বিভূতিতে

আমার সময় আমার পথ

My Lonely Thought

আকবর হোসেন-এর লেখাসমূহ

যাদীদ বিহনে যাপিত জীবন
শ্রদ্ধাঞ্জলি

যাদীদ বিহনে যাপিত জীবন

পরিণত বয়সে আমরা মৃত্যুকে মেনে নিই, কিন্তু মৃত্যু থেকে সঞ্জাত যে বেদনা তা মেনে নিতে পারি না। প্রথমে আমরা সবার সামনে কাঁদি, তারপর সারাজীবন নিজের ভিতরে কাঁদি। আমার স্মৃতিশক্তি প্রবল বিধায় সেই শৈশব থেকে আজ পর্যন্ত কত কথা আর দৃশ্য যে নিজের ভিতরে জমা করেছি সে আমি জানি আর আর আমার মনই জানে। তবে সায়ীদ যাদীদকে এতো দ্রুত আমার স্মৃতির মণিকোঠায় সাজাতে হবে তা ভাবিনি।

ফুল নিয়ে কথা
প্রবন্ধ

ফুল নিয়ে কথা

প্রকৃতিকে যদি আমরা একজন মূক ও বধির চিত্রকর মনে করি, যিনি কথা বলেন বা শোনেন না, শুধু আপনমনে নানা রকমের ছবি এঁকে যান তাহলে বেশ হয়। আমাদের ভারতীয় উপমহাদেশে আমরা প্রকৃতিকে ধর্ম বলে মেনে নিয়েছি কারণ প্রকৃতির মাঝেই মানুষের জীবন বিবর্তিত হয়ে থাকে। একাগ্রচিত্তে লক্ষ করলে প্রকৃতির মাঝে কতগুলি শাশ্বত গুণ দেখা যায় যেমন সে নিরাসক্ত, নির্মোহ আর নির্বিকার। কিন্তু এসব অনাসক্তি সত্ত্বেও সে নিরন্তর কর্মরত। এই সনাতন কর্মধারা অনিবার ও অশেষ।