ঋতুশ্রী ঘোষ

ঋতুশ্রী ঘোষ মূলত কবি হলেও তিনি ছড়া এবং ছোটগল্পও লেখেন। জন্ম খুলনা, বাংলাদেশ, ১৯৮৪

এবং বৃত্তিসহ কলিকাতা  বিশ্ববিদ্যালয়ের স্নাতক। কলকাতায় অধ্যয়নকালেও ‘সাহিত্যপত্র’,  ‘দেউটি’, ‘নির্বেদ’, ‘চৈতালিসহ পশ্চিমবাংলার স্থানীয় সাময়িকীগুলোতে লিখতেন। এসময় স্থানীয় কাগজে সাফল্যের সাথে সাংবাদিকতাও করেছেন। ২০১৩ সাল থেকে কানাডা প্রবাসী এবং ‘আজকাল’,  ‘বাংলাকাগজ’, ‘বাংলামেইলসহ টরন্টোর বাংলা সাময়িকীগুলোতে নিয়মিত লেখা প্রকাশ। প্রথম কাব্যগ্রন্থ জীবন্ত আতশ কাঁচ (কলকাতা, ২০০৮)। টরন্টোর একজন সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মী হিসেবে সক্রিয় এবং বর্তমানে রাইটার্স ক্লাব, কানাডার সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত ও দুই সন্তানের জননী। অন্যান্য প্রকাশিত কাব্যগ্রন্থ: আকালিক উপাখ্যান (কাশবন, ঢাকা, ২০১১), একনিষ্ঠ মৃত্যু (অনন্যা, ঢাকা, ২০১৮)।