এলিনা মিতা


লেখক, আবৃত্তিকার, বাচিক শিল্পী এবং সাংস্কৃতিক কর্মী এলিনা মিতা হাওলাদার এলিনা মিতা নামেই টরন্টোতে পরিচিত। তাঁর জন্ম এবং বেড়ে ওঠা বাংলাদেশে। পিতা, বেনেডিক্ট হাওলাদার, মা রানী হাওলাদারের দ্বিতীয় কন্যা এলিনা।

ইডেন কলেজ, ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে বিএ (অনার্স) ও মাস্টার্স পাস করে দীর্ঘদিন
মাল্টিন্যশনাল কোম্পানিতে কাজ করেছেন। দীর্ঘ ১৩ বছর ধরে কানাডায় প্রবাসী । লেখার শখ সেই ছোট বেলা থেকে। প্রথম কবিতা ছাপা হয় নবম শ্রেণিতে অধ্যায়নের সময়। এরপর আর থামেনি লেখা, থামেনি বাংলার সংস্কৃতিচর্চা সুদূর প্রবাসেও।

‘হিরন্ময় পাখি মন’ তার তৃতীয় কাব্যগ্রন্থ। তাঁর প্রকাশিত অন্য বইগুলি হলো ‘মনের মাঝে যে সুর বাজে’ এবং ‘নৈঃশব্দ্যের নিঃসঙ্গতা’।

এলিনা মিতা’র বইসমূহ

হিরন্ময় পাখি মন