কাজী হেলাল
কাজী হেলাল একাধারে কবি, আবৃত্তিকার, অভিনেতা ও নাট্যকর্মী। তাঁর জন্ম বাংলাদেশের নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায়! বেড়ে ওঠা উজ্জ্বল এক সংস্কৃতিক পরিবারে। পারিবারিক শিক্ষা তাঁর জীবনের ভিত্তিমূল! রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এ মাস্টার্স ডিগ্রি লাভ করেন। বর্তমানে বসবাস করছেন কানাডার টরন্টো শহরে।
কাজী হেলাল লেখালেখি শুরু করেন কিশোর বেলা থেকে। তাঁর কবিতার বিষয়বস্তু সুবিধা-বঞ্চিত মানুষ, সময়, রাজনীতি, প্রেম -প্রকৃতি আধ্যাত্মবাদ এবং ইতিহাস!
কবির প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘পানকৌড়ির ডুবসাঁতার’ পাঠক ও আবৃত্তিকারদের কাছে বিপুলভাবে সমাদৃত হয়েছে। বাংলাদেশের প্রথম সারির দৈনিক পত্রিকা “The Daily Star” এর বুক রিভিউয়ে তা বিশদভাবে উঠে এসেছে।
কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘শ্রাবণীর চোখে স্থলপদ্ম’ প্রকাশ পেয়েছে ২০২৩ সালে।
কাজী হেলাল-এর বইসমূহ
পানকৌড়ির ডুবসাঁতার
শ্রাবণীর চোখে স্থলপদ্ম
কাজী হেলাল-এর লেখাসমূহ
কানাডার আদিবাসী জনগণ: সত্য উদঘাটন ও পুনর্মিলন
কানাডার আদিবাসী জনগোষ্ঠী, যাদের সাধারণত ফার্স্ট নেশনস, ইনুইট এবং মেটিস নামে চিহ্নিত করা হয়, তারা কানাডার প্রাচীনতম বাসিন্দা। প্রাক-ঔপনিবেশিক যুগ থেকে বর্তমান পর্যন্ত তাদের জীবন ও সমাজ ব্যবস্থা একটি সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির ধারক। তাদের বসবাসের স্থানগুলি দেশটির বিভিন্ন প্রান্তে বিস্তৃত, যেমন উত্তর মেরু অঞ্চলের তুষারাবৃত ভূমি, পশ্চিমের পর্বতমালা, কেন্দ্রীয় প্রেইরি অঞ্চল এবং পূর্বের বনাঞ্চল। এই বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থানগুলি তাদের সমাজের বিভিন্ন দিককে প্রভাবিত করেছে।