জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন
জাকারিয়া মুহাম্মদ মঈন উদ্দিনের লেখালেখির শুরু ছেলেবেলায়। ২০২৩ সালে লেখকের তিনটি গ্রন্থ ‘স্বপ্নের ইমিগ্রেশন’, ‘হোমেলস’ এবং ‘জোৎস্না ম্যানশন’ প্রকাশিত হয়। এইসব বইতে লেখক তার নিজের দীর্ঘ অভিবাসন অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং কানাডায় সমাজসেবা কর্মজীবনের অভিজ্ঞতা ব্যবহার করেছেন। বাংলাদেশী কানাডিয়ান কমিউনিটিতে তার অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর স্থানীয় এমপিপি কর্তৃক লেখককে একটি স্বীকৃতিপত্র দিয়ে ভূষিত করা হয়েছে । ২০২৩ সালে কানাডার সবচেয়ে জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল এনআরবি এবং বাংলা সাপ্তাহিক বাংলামেইল এই লেখকসহ কানাডিয়ান বাঙালি ১৫ জন নতুন লেখককে স্বীকৃতি দেওয়ার জন্য টরন্টোতে একটি সাহিত্য উৎসবের আয়োজন করে। কানাডিয়ান সাউথ এশিয়ান লিটারেসি ফেস্টিভাল ২০২৩ জাকারিয়া আমন্ত্রিত লেখক ছিলেন।
জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন-এর বইসমূহ
স্বপ্নের ইমিগ্রেশন
হোমলেস
জোসনা ম্যানসন
জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন-এর লেখাসমূহ
কানাডার কৃষি
অন্য-বস্ত্র এবং বাসস্থানসহ মানুষের নানান মৌলিক চাহিদার যোগান আসে কৃষি থেকে। আর তাই, আমাদের দৈনন্দিন জীবনে কৃষি হয়ে ওঠে এক অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আজ এই লেখার মাধম্যে পাঠকদেরকে কানাডার কৃষি সম্পর্কে একটি মৌলিক ধারণা দেয়ার চেষ্টা করবো। আমরা জানি, পানি , মাটি ও জলবায়ু কৃষির অন্যতম উপাদান। কানাডার কৃষিকে বুঝতে হলে এই তিনটি বিষয়ের আলোকে কানাডার কৃষি সম্পর্কে ধারণা নিতে হবে এবং সেই সাথে পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত দেশগুলোর জলবায়ু ও ঋতুচক্র বিষয়েও কিছুটা ধারণা থাকা আবশ্যক। আমরা এই লেখার শুরুতে কানাডার জলবায়ু , ঋতুচক্র, কানাডার ভৌগোলিক অঞ্চলের পরিচিতি, কানাডায় জন্মানো প্রধান প্রধান শস্যসমূহ, কানাডার মৎস্যসম্পদ এবং পশুসম্পদ বিষয়ে আলোচনা শুনবো।