বাদল ঘোষ 

শিশুসাহিত্য চর্চার মধ্য দিয়ে বাদল ঘোষের সাহিত্য অঙ্গনে প্রবেশ আজ থেকে প্রায় চার দশক আগে। এরপর শিশুসাহিত্যের পাশাপাশি কবিতা প্রবন্ধ গবেষণাসহ সাহিত্যের নানা শাখায় নিভৃতে কাজ করে চলেছেন তিনি।

২০২২ সালে তিনি কানাডার মূলধারার সাহিত্য সম্মেলন টরন্টো ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব অথরসে (টিফা) একজন কানাডিয়ান বাঙালি লেখক হিসেবে আমণ্ত্রণ লাভ করেন। এ ছাড়াও তিনি দেশে বিদেশের বিভিন্ন সাহিত্য সম্মেলনে যোগ দেন এবং তাঁর সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ বেশ কিছু সম্মাননা লাভ করেন। এর মধ্যে আমেরিকার নিউইয়র্কে তাঁকে প্রদত্ত ‘তিন বাংলা সম্মাননা’ উল্লেখ্যযোগ্য। অদৃশ্য দুরবিন, ত্রিভূজ আনন্দে ভাসি, সহাস্য উল্লাসে আজীবন, সময় এখন জয় করার, কান্না হাসি রাগ, ঝলমলে রোদ্দুরে, ছন্দে গাঁথা অনেক কথা, একাত্তরের ছড়া তাঁর উল্লেখ্যযোগ্য গ্রন্থ।

বাদল ঘোষ-এর বইসমূহ

সহাস্য উল্লাসে আজীবন

একাত্তরের ছড়া

কান্না হাসি রাগ

ছন্দে গাঁথা অনেক কথা

ত্রিভুজ আনন্দে ভাসি

অদৃশ্য দুরবিন

ঝলমলে রোদ্দুরে