রোমেনা হক রুমা

রোমেনা হক রুমা মূলত বিজ্ঞানে পড়াশুনা করেছেন জুলজী ও হেলথ কেয়ারে ডিগ্রী নিয়েছেন কিন্তু শৈশব থেকেই ক্রীড়া ও শিল্প সাহিত্যের প্রতি অনুরাগ প্রবল।

তিনি নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের নির্বাহী সদস্য, বাংলাদেশ লেখক ফোরামের সহকারী সাহিত্য সম্পাদক, বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের মহিলা সম্পাদক, বনলতা সাহিত্য পরিষদের সদস্য,

মানিকগঞ্জ সমিতির কার্যকরী পরিষদের সদস্য, বাংলাদেশ ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশন, মহিলা কমিটির  সাংস্কৃতিক কমিটি সদস্য সচিব, ঢাকার সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।

 বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী, বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সদস্য। রোমেনা হক রুমার প্রকাশিত গ্রনহ হলো  ‘উৎস থেকে অন্তরীণ’ (উপন্যাস),  ‘কোথায় পাবো তারে’ (ছোটগল্প), ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া’(প্রবন্ধ)।