শেখর ই গোমেজ

শেখর ই  গোমেজ  লেখালেখির জগতে আছেন দীর্ঘদিন ধরে। বিশ শতকের আশির দশকে স্কুল ম্যাগাজিনে লেখার মাধ্যমে শুরু হয় তাঁর সাহিত্য-যাত্রা। তারপর তাঁর অনেক লেখা প্রকাশিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায়।  তাঁর কাব্যগ্রন্থ ‘মনকল্প’ প্রকাশিত হয়েছে ২০১৬ সালে। এই কাব্যগ্রন্থ প্রকাশ করে টরন্টোর বেঙ্গলি লিটারারি রিসোর্স সেন্টার (বিএলআরসি)।  

তিনি পদ্যের পাশাপাশি গদ্যও লিখেন। তার গদ্যের বিষয় মূলত চলচ্চিত্রের নানা দিক ও কাব্য বিশ্লেষণ। তাঁর এই লেখাগুলো বিভিন্ন পত্র-পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তাঁর চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধগুলোর একটি সংকলন ‘আমার চলচ্চিত্র ভাবনা’ নামে গ্রন্থাকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে। 

শেখর ই গোমেজ-এর বইসমূহ

মনকল্প

শেখর ই গোমেজ-এর লেখাসমূহ

উৎস থেকে পরবাস: সুখপাঠ্য এক আত্মকথন
রিভিউ

উৎস থেকে পরবাস: সুখপাঠ্য এক আত্মকথন

বাংলাদেশে থাকাকালীন লেখকের শিক্ষাজীবন, পেশাগত জীবন, তাঁর  গ্রন্থপ্রীতি, ধীরে ধীরে তাঁর সাহিত্যিক হয়ে ওঠার ইতিবৃত্ত, ক্যানাডায় এসে প্রাথমিক স্ট্রাগল কাটিয়ে এখানকার মূলস্রোতের সাহিত্যের আঙ্গিনায় তাঁর প্রবেশ, রাইটার্স ইউনিয়ন অফ ক্যানাডা, টরন্টো ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ অথর্স-এর সাথে যুক্ত হওয়া ইত্যাদি বিষয়গুলো উঠে এসেছে আলাপনের প্রাথমিক পর্যায়ে। এরই মধ্যে ফ্ল্যাশব্যাকের মতো এসেছে লেখকের ছেলেবেলার গল্প, এসেছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের কথা, উদ্বাস্তু হয়ে কোলকাতায় চলে যাবার কথা, সেখানে গিয়ে তাঁর স্কুলজীবন শুরুর কথাও বলা হয়েছে সবিস্তারে।  স্বাধীন হওয়ার পর বাংলাদেশে ফিরে গিয়ে কিশোর সুব্রত কুমার দাস কেমন ক’রে ‘বাঁশরী’ নামের একটি লাইব্রেরি শুরু করলেন সেই মজার কাহিনিও বলা হয়েছে আলাপনের প্রথম দিকে।   

কানাডীয় চলচ্চিত্র
প্রবন্ধ

কানাডীয় চলচ্চিত্র

বেশ কয়েক বছর আগে কানাডার একটি কাহিনিচিত্র দেখে চমকে উঠেছিলাম। ‘আটানারজুয়াট: দ্য ফাস্ট রানার’ নামের ছবিটি দেখার আগ পর্যন্ত আমার ধারণা ছিল হলিউডি ছবির জৌলুস ও দাপটের কাছে কানাডার ছবি দাঁড়াবার যোগ্য নয়। কিন্তু এই ছবিটি দেখার পর আমার সেই ধারণা ভেঙে গেলো। ছবিটির  কাহিনির অভিনবতা এবং নির্মাণের চমৎকারিত্ব আমাকে মোহিত করে দিলো।