শেখর কুমার সান্যাল

জন্ম বাংলাদেশের নাটোরে ১৯৪২ সালের ১০ এপ্রিল। অধ্যাপনা করেছেন নাটোর নওয়াব সিরাজ-উদ দৌলা সরকারি কলেজ, গাইবান্ধা সরকারি কলেজ, পিরোজপুর শহীদ সোহরাওয়ার্দী সরকারি  কলেজ ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে। প্রফেসর, ‘হিসাববিজ্ঞান’ হিসেবে ২০০০ সাল থেকে অবসরে। বর্তমানে কানাডার ক্যালগেরী প্রবাসী। ভারত, আমেরিকা ও কানাডায় দীর্ঘ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। প্রকাশিত গ্রন্থ ভারত ভ্রমণকাহিনি ‘পর্যটকের ডায়েরি’ (২০১০), আমেরিকা ও কানাডা ভ্রমণকাহিনি ‘মহাসিন্ধুর ওপারে’ (২০১৫) এবং শরণার্থী জীবনের স্মৃতিকথা ‘একাত্তরে পথে প্রান্তরে’ (২০১৮)। প্রকাশ করেছে ‘কথাপ্রকাশ’। বাংলাদেশ, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন বাংলা পত্রিকায় নিয়মিত লেখেন।

শেখর কুমার সান্যাল-এর বইসমূহ

একাত্তরের পথে প্রান্তরে

মহাসিন্ধুর ওপারে

পর্যটকের ডায়েরি

শেখর কুমার সান্যাল’র লেখাসমূহ

‘শ্রীচৈতন্যদেব’: একটি সমীক্ষা
রিভিউ

‘শ্রীচৈতন্যদেব’: একটি সমীক্ষা

গৌড়ীয় বৈষ্ণবধর্ম ও ভারতের অন্যান্য অঞ্চলের বৈষ্ণবধর্মের মধ্যে কিছু পার্থক্য আছে এবং সে বৈশিষ্ট্য শ্রীচৈতন্যদেবকে কেন্দ্র করে বিবর্তিত হয়েছে। ঈশ্বর যেখানে ‘বজ্রাদপি কঠোরাণি’ সেখানে তিনি ভক্তির পাত্র নন, ভীতির পাত্র। যেখানে তিনি ‘মৃদুনি কুসুমাদপি’ সেখানে তিনি রসময়, অর্থাৎ ভক্তি ও প্রেমের ঘনীভূত সত্তা। প্রেমের এই নিগূঢ় তত্ত্ব ব্যাখ্যা সাপেক্ষ নয়, অনুভূতিবেদ্য। জ্ঞানমার্গ সাধারণ মানুষের সহজগম্য নয়। ভক্তিমার্গ সহজতর বিকল্প। শ্রীচৈতন্য মানুষকে দেখিয়েছেন ভক্তিমার্গের পথ।