শ্রেয়সী বোস দত্ত

শ্রেয়সী বোস দত্ত কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীকালে কানাডার ইউনিভার্সিটি অফ উইন্ডসর থেকে ইংরেজি ভাষা ও সাহিত্য স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে পেশাগতভাবে ইংরেজি গদ্যের সম্পাদনার সাথে যুক্ত থাকলেও সাহিত্য বা ভাষার প্রতি তাঁর অনুরাগ শুধুমাত্র ইংরেজিতে সীমিত নয়। তিনি বিশ্ব-সাহিত্যের রসাস্বাদনেও সমান ভাবে আগ্রহী এবং বাংলা রচনার বিপুল সম্ভার বিশ্ব-পাঠকের দরবারে পৌঁছে দেওয়ার ইচ্ছে নিয়ে তিনি অনুবাদ করা শুরু করেন। বাংলা থেকে ইংরেজিতে অনূদিত তাঁর তিনটি গ্রন্থ হলো Murder of Mahatma: Unmasking the Mystery (২০২১), Man or Myth? In Quest of Gopal Bhand, the Iconic Court Jester (২০২২) এবং Netaji was Murdered: The Untold Truth (২০২৩)।

শ্রেয়সী বোস দত্ত-এর বইসমূহ

In Quest of Gopal Bhand

Murder of Mahatma

Netaji Was Murdered

শ্রেয়সী বোস দত্ত-এর লেখাসমূহ

কানাডায় সাহিত্য উৎসব
প্রবন্ধ

কানাডায় সাহিত্য উৎসব

জনসমাজ অর্থাৎ পাঠক বা শ্রোতৃমণ্ডলীর মধ্যে সাহিত্যকারদের ভূমিকা কী, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিশিষ্ট আদি কানাডীয় লেখক রিচার্ড ভ্যান ক্যাম্প একটি খুব সুন্দর কথা বলেন। “প্রতিটি প্রকাশিত লেখা এক একটি আলোর তীর, যা পৃথিবীর কোন কোনায় কোন পাঠকের মননে গিয়ে বিঁধবে তা লেখকরা জানেন না। জানার দরকারও নেই। যা প্রয়োজন তা হলো লেখক হিসেবে নিজের রচনাকে বিশ্বাস করা, সেটার কাছে নিঃশর্ত আত্মসমর্পন করা।