সুধীর সাহা

সুধীর সাহা, যিনি অধিক পরিচিত মেজর সুধীর সাহা নামে, ১৯৫৭ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি (অনার্স) এবং এলএল.এম শেষ করে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যরূপে ওকালতি পেশায় নাম লেখান।

সুধীর সাহা তার স্বভাবসুলভ প্রতিভা ছড়িয়ে বিমোহিত করেছেন বাংলাদেশ ও কানাডার বাঙালি সমাজকে। কালক্রমে তিনি একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। লেখক, গবেষক, ব্যবসায়ী, ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ, সমাজ সেবক অনেকগুলো বিশেষণেরই অধিকারী এই প্রথিতযশা ব্যক্তিটি।

সুধীর সাহা লেখালেখি নিয়েও ব্যস্ত থাকেন। ঢাকা থেকে প্রকাশিত উল্লেখযোগ্য দৈনিক প্রত্রিকায় তার লেখার অনেকটাই রাজনীতি এবং সমাজ সচেতনমূলক প্রবন্ধ। তার উল্লেখযোগ্য বইয়ের সংখ্যা ২৩।

১৯৯৩ সালে তিনি স্বপরিবার চলে আসেন সুদূর কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে।

সুধীর সাহা’র বইসমূহ

বিশ্ব সভ্যতার ইতিহাস

শ্রেষ্ঠ প্রবন্ধ

গল্প নয় সত্যি

World History of Civilization

রাজনীতি এবং…

চেতনাই বাঁচিয়ে রাখবে বাঙালী সংস্কৃতি

অবাসযোগ্য পৃথিবী কতদূরে

এলোমেলো চিন্তা-ভাবনা