সৈয়দ ইকবাল

সৈয়দ ইকবাল। সত্তর দশকের লেখক। তিনি একাধারে শিল্পী, লেখক, প্রচ্ছদশিল্পী। ২০১৪ সালে বাংলা একাডেমী সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার লাভ করেন। গল্প উপন্যাস ও কিশোর সাহিত্য — সব মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২৭।

গত শতকের আশির দশকের শেষদিকে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে এবং ১৯৯০ সালে ক্যালিফোর্নিয়ার প্যাসাডিনার প্লেট গ্রাফিক অ্যান্ড আর্ট কলেজ থেকে চারুকলায় ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। ২০০৯ সালে কানাডায় সাউথ এশিয়ান ফেস্টিভালে সেরা শিল্পীর পিপলস অ্যাওয়ার্ড লাভ করেন। ওন্টারিও সোসাইটি অব আর্টিস্টস এবং সোসাইটি অব কানাডিয়ান আর্টিস্টসের একজন সক্রিয় সদস্য তিনি। শিল্পী ইকবালের চিত্রকর্ম টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্থায়ী গ্যালারি এবং অটোয়াতে কানাডার জাতীয় পার্লামেন্টের সংগ্রহে স্থান পেয়েছে।

এখন পর্যন্ত কানাডা ও আমেরিকায় ১০টি প্রদর্শনী এবং ঢাকায় ৬টি প্রদর্শনী হয়। এছাড়া তিনি দেশে বিদেশে ৬৪টি গ্রুপ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।

সৈয়দ ইকবাল-এর বইসমূহ

একদিন বঙ্গবন্ধু

অনন্ত পিয়াসা

আমিতো যীশু নই

দ্বিতীয় পুরুষ

কুশল আর মৃত্যুবুড়ো

নির্বাচিত গল্প

নির্বাচিত প্রেমের গল্প

মায়ালিসা

পাহাড়ী মানুষ শহুরে মানুষ

বিন্দু বিন্দু জল

প্রেম চায় জিবরানের ডানা

সৈয়দ ইকবাল-এর লেখাসমূহ

ইকবাল হাসান : বন্ধু আমার
শ্রদ্ধাঞ্জলি

ইকবাল হাসান : বন্ধু আমার

আমরা আসলে এক কয়েনের দুই দিক। শুধু নামেই নয়, দীর্ঘ জীবনের পদে পদে পরস্পর একে অন্যের জীবনে ওভারলেপ করেছি। ২০১৪ সালে বাংলা একাডেমির প্রথম শুরু করা সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার আমরা দু’জন পাই ২০১৫ সালে। বইমেলার লেখক কুঞ্জের আড্ডায় আহমাদ মাযহার হাসির ছলে বলে ফেলেছিলেন – এবার ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার পেলেন সৈয়দ ইকবাল হাসান। ক’দিনে মেলায় ছড়িয়ে গেছে মাযহারকৃত আমাদের দু’জনের নাম এক করা স্যাণ্ডউইচ।