স্বপন বিশ্বাস

জন্ম বাংলাদেশের নেত্রকোনায়।  বুয়েটের যন্ত্রকৌশল বিভাগ ও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যথাক্রমে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন। গত শতাব্দীর সত্তর দশকের শেষে ও আশির দশকে বাংলাদেশে বিজ্ঞান ক্লাব সংগঠন, আন্দোলন ও বিজ্ঞান পত্রিকা ‘অণু’ সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জনপ্রিয় বিজ্ঞান ও ভ্রমণ বিষয়ে লিখে থাকেন। তিনি ভ্রমণপ্রিয় – ছয় মহাদেশের ৭১ টি দেশে ভ্রমণ করেছেন। স্বপন কানাডার টরন্টো শহরে বসবাস করেন। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীসহ কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত। প্রকাশিত গ্রন্থসমুহ : ঘরবাড়ি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়াস এবং সাদাকো ও হাজার সারস (অনূদিত) এবং কুড়াই পথের নুড়ি (ভ্রমণ গল্প) ইত্যাদি ।

স্বপন বিশ্বাস-এর বইসমূহ

সাদাকো ই হাজার সারস

কুড়াই পথের নুড়ি

ঘরবাড়ি

বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়াস