হাসান গোর্কি

হাসান গোর্কির জন্ম ইছামতি বিধৌত বাংলাদেশের বগুড়ার গাবতলী উপজেলায়। বর্তমানে তিনি অভিবাসন সূত্রে কানাডার নাগরিকত্ব নিয়ে ব্রিটিশ কলম্বিয়ায় বাস করছেন। ইংরেজি ভাষা ও সাহিত্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং ইন্টারকালচারাল কমুউনিকেশনে উচ্চতর পড়াশোনা শেষে রয়্যাল রোডস ইউনিভার্সিটির এসোসিয়েট ফ্যাকাল্টি হিসেবে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সিয়াল গভর্নমেন্টের ”সোশ্যাল ইন্টিগ্রেশন অব কানাডাস এবোরিজিনাল পিপল : চ্যালেঞ্জেস এন্ড প্রস্পেক্টস’’ গবেষণা প্রকল্পে নিয়োজিত আছেন। বিশ্ব-রাজনীতি, ভৌত-পদার্থবিদ্যা, প্রকৃতি-বিজ্ঞান, দর্শন, ধর্মতত্ত্ব ও মহাকাশ-বিজ্ঞান বিষয়ে ‘দৈনিক প্রথম আলো’, ‘দৈনিক ইত্তেফাক’, ‘কাঠমন্ডু পোস্ট’, ‘দ্য সাউথ এশিয়ান জার্নাল’, ‘বাংলা কাগজ’, ‘সায়েন্টিফিক এশিয়া’ ও ‘দ্য উইকলি পেনিনসুলা’-য় লিখে থাকেন। রোদ্দুরে সমুদ্দুরে ছোটগল্প সংকলন তাঁর প্রথম প্রকাশিত সাহিত্যগ্রন্থ। Factors Influencing the Choice of Newspaper Readers তাঁর লেখা একমাত্র একাডেমিক গ্রন্থ। কয়েকটি গবেষণামূলক গ্রন্থের সহ-লেখক হিসেবে কাজ করেছেন তিনি। তিনি কানাডার Asper Foundation Communication Award, 2015 এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাক্সু) সাহিত্য পুরস্কার, ১৯৯১ লাভ করেছেন। এশিয়া প্যাসিফিক রিসার্চ নেটওয়ার্ক, ও ইন্সটিটিউট অব ইন্টারকালচারাল এসোসিয়েশন- এর গ্লোবাল মেম্বার হাসান গোর্কি Institut National des Langues et Civilisations Orientales- ও সেন্টার ফর কনটেম্পোরারি কালচারাল স্টাডিজ (‘সিসিসিএস’-এর ফেলো হিসেবে কাজ করছেন।

হাসান গোর্কি’র বইসমূহ

আমরা এমনি এসে ভেসে যাই

রোদ্দুরে সমুদ্দুরে