ম্যাক আজাদ

স্কুল জীবনেই ম্যাক আজাদ কবিতা লিখতে শুরু করেন। কিশোর বয়সেই প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতার বই ‘হৃদয় ঝরা কথা’। ২০১৩ সালে প্রকাশিত হয় তাঁর নিজের লেখা এবং অংশগ্রহণে কবিতা এবং কথোপকথন’র অ্যালবাম ‘অনেক দিন পর’। ২০২৫ এর একুশের বইমেলায় এসেছে নতুন কাব্যগ্রন্থ ‘বিষণ্ন পঙক্তিমালা’।

ছাত্রজীবন থেকেই তিনি নিজের শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য অঙ্গনে অভিনয় করে আসছেন। ১৯৮৩ সালে তিনি মূকাভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। প্রবাস জীবনে অভিনয় করছেন মঞ্চ ও টেলিভিশন দু’টোতেই। আবৃত্তি করেন কেবল সখের কারণে। তার “দি ম্যাক এন্টারটেইনমেন্ট ফর দি পারফর্মিংস আর্টস” এর ব্যানারে এলআরবি, মাইলস, নগর বাউল, ব্যান্ড ফেস্ট, ড্রামা ফেস্ট-সহ অনেক বড় বড় অনুষ্ঠানের আয়োজন করেছেন।

ম্যাক আজাদ-এর লেখাসমূহ

  • জিপিএস

    তখন কানাডাতে আমি একদমই নতুন। আমি ক্রাইসলার জীপের একটি গাড়ির ডিলার অফিসে সেলসের কাজ করছি। অনেকের সাথে পরিচয় হলো। ভিন্ন পেশার অনেক নতুন বন্ধু হলো। হাসি ঠাট্টা তামাসা গল্প খাওয়া দাওয়া সব মিলে খুব আনন্দেই চলছিল। এর মধ্যে আমাদের পরিচিত একজনের একটি বাস্তব ঘটনা যা কিনা আনন্দও দিয়েছিল এবং কিছুটা কষ্টও দিয়েছিল।