মাহমুদ খুরশিদ

প্রখ্যাত বাংলাদেশি গীতিকার ও লেখক, যিনি বাংলা ব্যান্ড সঙ্গীতের স্বর্ণযুগে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি আইকনিক ব্যান্ড, সোলো শিল্পী এবং টেলিভিশন প্রজেক্টের জন্য স্মরণীয় গান লিখেছেন। এছাড়া তিনি বাংলা সাহিত্য ও জনপ্রিয় বিজ্ঞান লেখায়ও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার কাজ কাব্যিক গভীরতা, আবেগ এবং সাংস্কৃতিক প্রাসঙ্গিকতার সমন্বয় বহন করে। মাহমুদ খুরশিদ একজন সফল লেখক। তিনি দশটির বেশি বই লিখেছেন, যা কবিতা, বিজ্ঞান, ব্র্যান্ডিং এবং জনপ্রিয় অ-সাংবাদিক বিষয় আচ্ছাদিত।

উল্লেখযোগ্য বই চাঁদে হবে বসত বাড়ি, প্রাণের খোঁজে মঙ্গলে, Sip of Love, Branding ebong Bastobota, অন্যরকম অন্য হবো, হিপ হিপ হুররে , বিজ্ঞানের অবাক বিস্ময়: রোবট, অভিযানের নেশায়, টাকা কড়ির কথা  ইত্যাদি।