মোহাম্মদ জাকির হোসেন সরকার
ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন সরকার। আইন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৯৮ সালে আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত হয়ে পেশাজীবন শুরু। দীর্ঘদিন আইন, মানবাধিকার ও উন্নয়ন বিষয়ে বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে কাজ করেছেন। উন্নয়ন বিষয়ে তাঁর লেখা ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত হয়েছে যা ৪টি ভাষায় অনুদিত হয়েছে। আইন বিষয়ে লেখা তাঁর প্রকাশিত বই “নিত্যদিনের আইন” ২০০৫ সালে ঢাকা থেকে হয়েছে। মাঝে মধ্যে কবিতা লেখেন। কানাডায় এসে ইর্য়ক ইউনিভার্সিটি থেকে আবার আইন বিষয়ে মাস্টার্স করেছেন এবং ব্যারিস্টার ও সলিসিটর হিসেবে আইন পেশায় যুক্ত হয়েছেন। এখানে আসার পর থেকে পরবাসী ব্লগ ও বাংলা মেইল পত্রিকায় লেখা লেখির অভ্যাস অব্যাহত রেখেছেন।
মোহাম্মদ জাকির হোসেন সরকার-এর বইসমূহ

নিত্যদিনের আইন
মোহাম্মদ জাকির হোসেন সরকার-এর লেখাসমূহ
No posts