‘ও আকাশ তুমি থামো নিয়ে’
অপরাহ্ণ সুসমিতো যে সব কারণে একজন কবি তার সমাজের, স্বদেশের ও পৃথিবীর; সে সবই বিস্তার ঘটেছে কবি জামিল বিন খলিলের ভাবনায়, প্রকাশে অর্থাৎ তিনি একই সাথে মানবিক যুগপৎ। আমাদের মহান মুক্তিযুদ্ধ, স্বাধিকার আন্দোলন ও বঙ্গবন্ধু যেমন এসেছে তাঁর কবিতায়, তেমনি অপরূপ ছন্দ দোলায় প্রকাশ করেছেন প্রকৃতি, নারী স্বাধীনতা, জ্যোৎস্না ও…