হাডসন বে দেউলিয়া এবং কানাডার কর্পোরেশন সংস্কৃতি
গত মাসে কানাডার অন্যতম একটি বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাডসন বে আকস্মিক দেউলিয়া ঘোষণা করে এবং তাদের ব্যবসা এখন বন্ধ হতে চলেছে। সংবাদটি কানাডাবাসীর জন্য বেশ কষ্টের এবং তাঁরা এরকম একটি সংবাদ শোনার জন্য মোটেই প্রস্তুত ছিল না।