বারী ভাইকে আজ খুব বেশি মনে পড়ছে

বারী ভাইকে আজ খুব বেশি মনে পড়ছে

আজ ভাবলে অবাক হই মাহ্ফুজুল বারী আমাদের এই টরন্টো শহরে বসবাস করতেন। এবং আনন্দিত হই তিনি এই শহর নিয়ে গর্ববোধ করতেন। এই শহরের বাঙালি কমিউনিটির গতি প্রকৃতি তাঁর নখদর্পণে ছিল। তিনি ছিলেন আমাদের অভিভাবক, অগ্রনায়ক, সময়ের সাহসী সেনাপতি ও নির্দ্বিধ প্রশ্রয়দাতা বন্ধু। বারী ভাই যুদ্ধ করেছিলেন মৃত্যুর পূর্ব পর্যন্ত: বৈরী সময়ের বিরুদ্ধে যুদ্ধ, সাম্প্রদায়িক দাবানলের বিরুদ্ধে যুদ্ধ, সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ, প্রকৃত মননশীল ও মানবিক মানুষ হয়ে উঠার বাঁধার বিরুদ্ধে যুদ্ধ।