বারী ভাইকে আজ খুব বেশি মনে পড়ছে
আজ ভাবলে অবাক হই মাহ্ফুজুল বারী আমাদের এই টরন্টো শহরে বসবাস করতেন। এবং আনন্দিত হই তিনি এই শহর নিয়ে গর্ববোধ করতেন। এই শহরের বাঙালি কমিউনিটির গতি প্রকৃতি তাঁর নখদর্পণে ছিল। তিনি ছিলেন আমাদের অভিভাবক, অগ্রনায়ক, সময়ের সাহসী সেনাপতি ও নির্দ্বিধ প্রশ্রয়দাতা বন্ধু।