হে মহাজীবন – এক গৃহস্থ সন্ন্যাসীর আত্মকথন

হে মহাজীবন – এক গৃহস্থ সন্ন্যাসীর আত্মকথন

অন্য যে কোন গ্রন্থ আলোচনা যতটা নির্মোহভাবে করা সম্ভব, জীবনীগ্রন্থ নিয়ে ঠিক তেমনটা করা চলে না – যেহেতু এখানে লেখক নিজেই তার রচনার প্রধান চরিত্র। কিন্তু, বর্তমান গ্রন্থটির ক্ষেত্রে কাজটা তেমন কঠিন নয়। কারণ, আলোচ্য গ্রন্থটির লেখক একজন অত্যন্ত নির্মোহ, নির্গ্রন্থ মানুষ। তাঁর জীবনের কর্মসূত্রই হচ্ছে নিঃস্কাম কর্ম। কাজের বিনিময়ে যিনি ফলের আশা করেন না, সংসারে যিনি থেকেও নেই তাঁকে কোনভাবেই বিব্রত করা যায় না।