শাহানা আকতার মহুয়া
শাহানা আকতার মহুয়ার জন্ম এবং বেড়ে ওঠা বাংলাদেশের নাটোরে। শিক্ষা বিষয়ে স্নাতক এবং সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর। ২০০৮ সাল থেকে কানাডার ভ্যাঙ্কুভারে বসবাস। বর্তমানে ভ্যাঙ্কুভারে একটি প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত। সম্পাদনা করেন সুরুচিশোভন সাহিত্যের কাগজ ‘ছান্দস’। প্রকাশিত কাব্যগ্রন্থ ধ্রুপদ সন্ন্যাসে (১৯৯৮), কাচের কোকিল (২০০০), প্রত্নপিপাসার জল (২০০৫), মনঘর (২০১২), শত পদ্য মলাটের ভাঁজে (২০১৮) অনুবাদকর্মের তালিকায় রয়েছে – আর্মেনিয়ার ছোটগল্প (২০০৫ পুনর্মুদ্রণ-…